বিডিটাইম ডেস্ক:
বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে মডেল মেঘনা আলমকে আটক ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করে।
পোস্টে বলা হয়, “বিশেষ ক্ষমতা আইনটি দীর্ঘদিন ধরেই অভিযোগ কিংবা বিচারিক তত্ত্বাবধান ছাড়াই নির্বিচার আটক করতে ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে প্রক্রিয়াগত সুরক্ষা ও আন্তর্জাতিক মানবাধিকার মান লঙ্ঘিত হচ্ছে।”
অ্যামনেস্টি আরও জানায়, সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মেঘনা আলমকে গোপনে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কোনো পরোয়ানা জারি করা হয়নি, যা গুরুতর প্রক্রিয়াগত লঙ্ঘনের ইঙ্গিত দেয়।