Top 5 This Week

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা

Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল থেকেই নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপন শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোগে আবাসিক হলসমূহে এবং বিভাগগুলিতেও পৃথক পৃথকভাবে মোট ২৬টি মন্ডপে এই পূজার আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে জ্ঞানের দেবী সরস্বতীর চরণে ফুল দেন শিক্ষার্থীরা। এদিন সকালে পূজা মন্ডপগুলি পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি উপাচার্য সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সকল বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সরস্বতী পূজা আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় উপাচার্য বলেন, সম্প্রীতি বজায় রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলারসহ সব কাজে পারস্পারিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish