Top 5 This Week

ভুয়া ঋণের ফাঁদ; ৮২ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক দম্পতি

Spread the love

বিডিটাইম ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভনে প্রায় ১ হাজার ৪০০ গ্রাহকের কাছ থেকে ৮২ লাখ টাকা আত্মসাৎ করেছে প্রতারক সাজেদুল ইসলাম (৫০) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫)।

নিজেদের একটি ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা পরিচয় দিয়ে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। অবশেষে প্রতারিত এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব-১৪ জানায়, ফুলবাড়িয়ার আছিম গ্রামে ‘জনশক্তি’ নামে একটি ভুয়া ঋণপ্রদানকারী অফিস খুলে প্রতারণা শুরু করেন সাজেদুল ও তাসলিমা। ভুয়া নথিপত্র ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে স্থানীয় জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। মাঠকর্মী হিসেবে নিয়োজিত ফারহানা খাতুন (২৩) এ দম্পতির মাধ্যমে এলাকায় ঋণ প্রদানের প্রচারণা চালাতেন। তার মাধ্যমেই প্রায় ১ হাজার ৪০০ সদস্যকে টার্গেট করে প্রতারণা করা হয়।

ভুক্তভোগী ফারহানা জানান, মে মাসের প্রথম সপ্তাহে ঋণ প্রদানের কথা বলে গত এক বছরে সদস্যদের কাছ থেকে প্রায় ৮২ লাখ টাকা উত্তোলন করা হয়। এরপর ১৪ এপ্রিল সাজেদুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি কাজ চলমান রয়েছে বলে জানিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তারা গা-ঢাকা দেন। পরবর্তীতে ফারহানা র‌্যাব-১৪ বরাবর লিখিত অভিযোগ দিলে র‌্যাব বিষয়টি তদন্তে নেয়।

শুক্রবার রাতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল নগরীর চুরখাই এলাকায় অভিযান চালিয়ে সাজেদুলকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে পরবর্তীতে ঈশ্বরগঞ্জ থেকে স্ত্রী তাসলিমাকেও আটক করা হয়। দুজনেই ভুয়া পরিচয়পত্র ও কাগজপত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish