Top 5 This Week

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় সিএনজির তিন যাত্রীর মৃত্যু

বিডিটাইম ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন শাহীন আহম্মদ (১৪), সুমি আক্তার (২৪) ও তাঁর দুই বছরের শিশু পুত্র মানারুল ইসলাম। দুর্ঘটনায় অটোরিকশার চালক জিয়াউদ্দিন বাবলু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৪ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার বারইয়ারহাট-রামগড় সড়কের চিনকিরহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবারের চারজন একসঙ্গে, ফিরলেন তিনজন নিথর দেহে

নিহত তিনজনই চালক জিয়াউদ্দিন বাবলুর নিকটাত্মীয়। স্ত্রী সুমি আক্তার, ছেলে মানারুল ও চাচাতো ভাই শাহীনকে নিয়ে বাবলু নিজ অটোরিকশায় উপজেলার করেরহাট ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। পথেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই পিকআপ তাঁদের অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

বাবলুর ভাই সাইফুল ইসলাম জানান, ‘ধাক্কায় ঘটনাস্থলেই আমাদের চাচাতো ভাই শাহীন মারা যায়। বাকি সবাই গুরুতর আহত হলে আমরা দ্রুত তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। কিন্তু রাতে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও মানারুল মারা যায়।’

বারইয়ারহাট বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফ বলেন, “আহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “চিনকিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বারইয়ারহাট-রামগড় সড়কটিতে অতিরিক্ত বালুবোঝাই যানবাহনের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জীবনের ঝুঁকি বাড়াচ্ছেন। তাঁরা নিয়মিত টহল ও ট্রাফিক নজরদারি বাড়ানোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish