যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডিবেট ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ৩টায় ক্লাবটির সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক নওশীন জাহান জেরিন এবং সাবেক সভাপতি আইমান ফাইয়াজ আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোতালেব হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বাপ্পি।
কমিটি গঠনের পর অনুভূতি প্রকাশ করে সভাপতি মোতালেব হোসাইন বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য তাঁদের মেধা, মনন এবং একাগ্রতা দিয়ে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। যবিপ্রবি ডিবেট ক্লাব কেবল যুক্তিবাদী চিন্তার চর্চা নয়—এটি নেতৃত্ব, মূল্যবোধ এবং ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চেতনা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে, ক্লাবের সম্মান ও সৌহার্দ্যের পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে।”
সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বলেন, “যবিপ্রবি ডিবেট ক্লাব শুধুমাত্র তর্কের মঞ্চ নয়, এটি চিন্তা, যুক্তি ও নেতৃত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। এই যাত্রায় সবাই মিলে আমরা আরও সুন্দরভাবে কাজ করবো।”
বিদায়ী সভাপতি আইমান ফাইয়াজ বলেন, “যবিপ্রবি ডিবেট ক্লাব সুষ্ঠুভাবে নতুন কমিটি গঠন করেছে। এই কমিটি তারুণ্যনির্ভর এবং অত্যন্ত যোগ্য। তারা ক্লাবের অর্জন আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: শাহবাজ আহমেদ রিকি (অ্যাডমিন), মোঃ আতিকুর রহমান (ডিবেট), ফারহানা ইয়াসমিন সুলতানা (পাবলিকেশনস)।
যুগ্ম সাধারণ সম্পাদক: লুবনা ইয়াসমিন জেনি (অ্যাডমিন), ফারিয়া বিনতে ফারুক (ডিবেট), আব্দুল্লাহ হীল মারুফ (পাবলিকেশনস)।
অর্থ সম্পাদক: পারভেজ নাবিউল ইসলাম; সহকারী অর্থ সম্পাদক: জালিস মাহমুদ।
সাংগঠনিক সম্পাদক: মোঃ আশিকুল ইসলাম; প্রচার সম্পাদক: মোছাঃ শর্মিলি আক্তার; যোগাযোগ বিষয়ক সম্পাদক: ফাহামিদ রহমান সিয়াম; অফিস সেক্রেটারি: আল শাহারিয়া রাফিদ।
ইভেন্ট ম্যানেজমেন্ট: রিফাত রায়হান; কর্পোরেট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স: মোঃ আবু রায়হান;
হেড অফ আইটি: মোস্তাফিজুর রহমান; সোশ্যাল অ্যান্ড কালচারাল উইং: এস. এম. নাজমুস সাকিব;
হেড অফ ডিবেট অ্যান্ড ওয়ার্কশপ: আসিফ আলভী; হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট: মোহাম্মদ রাকিব হাওলাদার;
হেড অফ কনটেন্ট ক্রিয়েশন অ্যান্ড ব্র্যান্ডিং: মোঃ আশরাফুল হক।
ইকুইটি প্যানেলের সদস্য: সায়মা রহমান তৃষা ও মেহেদী হাসান।
এক্সিকিউটিভ মেম্বার: মোঃ আব্দুল্লাহ ও মাইশা ফাহমিদা বিভা।
কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। সহযোগী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, সাবেক সভাপতি শাহরিয়ার কবির, বিদায়ী সভাপতি আইমান ফাইয়াজ এবং সাধারণ সম্পাদক নওশীন জাহান জেরিন।