Top 5 This Week

যবিপ্রবিতে ‘উন্নত মম শির’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘উন্নত মম শির’।

বুধবার (১৮ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি ও ছায়াদানকারী গাছ রোপণ করা হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে।

সংগঠনটির আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, “প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। এই উপলব্ধি থেকেই আমরা শুরু থেকেই যবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে আসছি।”

তিনি আরও বলেন, শুধু গাছ লাগানো নয়, আগেই রোপণ করা গাছগুলোর পরিচর্যার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গাছে নিয়মিত পানি দেওয়া, আগাছা পরিষ্কার ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।
“আমাদের এই প্রচেষ্টা শুধুই একটি ক্লাবের কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা, একটি আন্দোলন। আমরা চাই, যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এই সবুজ উদ্যোগে যুক্ত হয়ে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করবেন।” — বলেন মাসুম বিল্লাহ।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর ‘উন্নত মম শির’ সংগঠনটি বাজার মনিটরিং, বৃক্ষরোপণ, সড়কে শৃঙ্খলা রক্ষা ইত্যাদি স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যাত্রা শুরু করে। পরবর্তীতে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলে সংঘটিত বন্যার সময়ও এই সংগঠনের সদস্যদের সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবী কাজ করতে দেখা গেছে।

সংগঠনটি নিয়মিত পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এবং যবিপ্রবি ক্যাম্পাসকে একটি পরিবেশবান্ধব ও সবুজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish