Top 5 This Week

যবিপ্রবিতে রিসার্চ সোসাইটির নবীন বরণ ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Spread the love

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষণাভিত্তিক সংগঠন যবিপ্রবি রিসার্চ সোসাইটির নবীন সদস্যদের বরণ এবং গবেষণার প্রাথমিক ধারণা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে আয়োজিত এই সেমিনার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত berlangsung। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী। তিনি নবীন শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ধারণা প্রদান করেন এবং গবেষণার গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ড. রাফিউল হাসান বলেন, “প্রথমেই রিসার্চ সোসাইটিকে এমন একটি গঠনমূলক আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিদেশগামী শিক্ষার্থীদের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা প্রয়োজন। আমরা যদি তা সঠিকভাবে না জানি, তবে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নকে টেকসই করতে হলে আধুনিক প্রযুক্তি ও গবেষণা সম্পর্কিত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সেমিনার থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে পারে, যা তাদের গবেষণায় অনুপ্রাণিত করবে।”

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং আগ্রহভরে গবেষণা বিষয়ক বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish