Top 5 This Week

রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুবি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি:

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর নতুন কার্যনির্বাহী কমিটি – ২০২৪ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ওসমান গনি (সৈকত) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন।

মঙ্গলবার (৬ মার্চ ) এ কমিটি ঘোষণা করা হয়। এতে হেলথ টিমের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী রামিম মিয়া।

সংগঠনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন (লোকপ্রশাসন), দীপ চৌধুরী (লোকপ্রশাসন), সামীন বখশ সাদী (অর্থনীতি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রামিম মিয়া (ফার্মেসী), ওবায়দুল্লাহ খান (নৃবিজ্ঞান) এবং জিয়ারুল ইসলাম (ব্যবস্থাপনা)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সোহান তালুকদার (লোকপ্রশাসন), মো. মহিউদ্দিন (আইসিটি), সোহানুল ইসলাম শাওন (ফার্মেসি) ও চৌধুরী মাসাহবি (এমসিজে)।

সংগঠনে অন্যান্য সদস্যরা হলেন, তরিকুল ইসলাম, দিপু চক্রবর্তী, সাদিয়া আফরিন, আবু সাহামা, রিয়াজ আহমেদ, নাঈমুর রহমান ভূঁইয়া, শাহিন ঈসার, ধ্রুবা পাহালোয়ান, আব্দুর রহমান আস সাদী, আল মাসুম হোসাইন, সাইবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, নাজমুল হুদা শাওন, আরিফুল ইসলাম রনি, শিলা আক্তার, লিজা আক্তার মিতা, ফারজানা হাফসা, নুসরাত জাহান, শফি আলম, সাইফুল মালেক আকাশ, কাজী মালেকসহ আরো সাতচল্লিশ জনের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ‘বন্ধু’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র রক্তদাতা সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish