Top 5 This Week

রপ্তানির আড়ালে অর্থ পাচার, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিডিটাইম ডেস্ক

রপ্তানি পণ্যের মূল্য কম দেখিয়ে এবং ওজন বেশি দেখিয়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই অনিয়মে জড়িত কিছু রপ্তানিকারকের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

বিষয়টি ব্যাংকার্স সভায় আলোচনা হয়েছে এবং ব্যাংকগুলোকে লেনদেনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত ব্যাংকার্স সভায় এসব তথ্য উঠে আসে। গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের তফসিলি ব্যাংকের এমডি, ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের তদন্তে উঠে এসেছে, অনেক রপ্তানিকারক সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক্সপোর্ট ইনভয়েসে পণ্যের প্রকৃত মূল্য কম দেখিয়ে ওজন বাড়িয়ে অর্থ পাচার করছে। একই ইএক্সপির (Export Permit) বিপরীতে একাধিক ইনভয়েস বানানো হচ্ছে শুল্ক কর্মকর্তাদের নজর এড়াতে। আবার কিছুক্ষেত্রে স্টক লট পণ্য ‘নামমাত্র মূল্যে’ রপ্তানি করা হলেও ইনভয়েসে সেই তথ্য লুকানো হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু রপ্তানিকারক বিদেশি ক্রেতাকে শুল্ক ফাঁকি দিতে ‘আন্ডার ইনভয়েসিং’ করছে, পরে সেই অতিরিক্ত টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনে ‘রেমিট্যান্স’ দেখিয়ে সরকারের প্রণোদনা নিচ্ছে।

এসব বিষয়ে ব্যাংকগুলোকে সর্তক করে বলা হয়েছে, তারা যেন রপ্তানি লেনদেনে যথাযথ যাচাই-বাছাই করে এবং সন্দেহজনক কার্যক্রমে রিপোর্ট দেয়।

সভায় আরও জানানো হয়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৭টিতে শতকোটি টাকা বা তার বেশি খেলাপি ঋণ রয়েছে। দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৫৭ শতাংশ বা ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা বড় অঙ্কের খেলাপিদের কাছে আটকে আছে।

গভর্নর খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সক্রিয় অংশগ্রহণ চেয়ে বলেন, এই খাতটি কঠোর নজরদারিতে আনতে হবে। একই সঙ্গে ফোর্স লোন ব্যবস্থাপনা, এলসি দায় পরিশোধ না হলে তাৎক্ষণিকভাবে ঋণ হিসেবে চিহ্নিতকরণ এবং ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish