Top 5 This Week

রাজধানীতে মেস থেকে জবি ছাত্রী অথৈয়ের মরদেহ উদ্ধার, আটক ১

Spread the love

জবি প্রতিনিধি

রাজধানীর সূত্রাপুরে একটি নারী মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী কলেজের পেছনে অবস্থিত ওই মেসে ঘটনাটি ঘটে

অথৈ ২০২২-২৩ শিক্ষাবর্ষে সংগীত বিভাগে ভর্তি হন। ঘটনার সময় এক যুবক তাকে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক ড. রাজীব জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ওই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

মেসমেট সোনালী সাহা জানান, “আমি তখন মেসে ছিলাম না। ফোন পেয়ে হাসপাতালে যাই।”

বিভাগীয় চেয়ারম্যান ড. ঝুমুর বলেন, “বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সে আমার সঙ্গে ছিল। হঠাৎ খবর পাই, সে আত্মহত্যা করেছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। একজনকে আটক করা হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish