নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে মো. আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।
রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মিরপুর পশ্চিম শেওড়াপাড়া আনন্দবাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। যৌথ এই অভিযানে অবৈধ অস্ত্রধারী মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে স্থানীয় সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
এই অভিযান রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় তৎপরতার আরেকটি নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।