রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলের সিট বণ্টনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছেন ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব আল শাহরিয়ার শুভ। তিনি বলেন, “আবাসিক হলের প্রভোস্টরা রাজনৈতিক দলের সুপারিশে অনেক শিক্ষার্থীকে সিটের ব্যবস্থা করে দিচ্ছেন। ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও হলে সিট না পেলেও, ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা হলে সিট পেয়ে যাচ্ছে।”
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘শিক্ষা ও শিক্ষার্থী অধিকার আন্দোলন’-এর মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অ্যাক্ট অনুযায়ী সিট বণ্টনের ক্ষেত্রে জ্যেষ্ঠতা কিংবা প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার কথা থাকলেও বর্তমানে সিজিপিএ’র ভিত্তিতে সিট বণ্টন করা হচ্ছে। ২০২১–২২ এবং ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একই সেশন হিসেবে ধরা হচ্ছে, যা অনৈতিক ও অবিচার।”
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের উপলক্ষে যে খাবারের ব্যবস্থা করা হয়েছে সেটি শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য। এখানে অনাবাসিক শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে বলেন শুভ।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অ্যাড হক নিয়োগ প্রক্রিয়াকেও একপাক্ষিক বলে দাবি করেন তিনি এবং এ ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানান।
উল্লেখ্য, মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।