ববি প্রতিনিধি
দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়। ৫৩ একরের এই ক্যাম্পাস বরিশাল সদর উপজেলার অধীন কর্ণকাঠিতে কীর্তনখোলা নদীর তীরে শহিদ আবদুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কের পাশে অবস্থিত।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নয় হাজারের বেশি শিক্ষার্থী । এখানে দুইটি করে ছাত্র-ছাত্রীদের হল থাকলেও সিট সংখ্যা অপ্রতুল। তাই অধিকাংশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাহিরে থাকতে হয়। বিশ্ববিদ্যালয়টি পটুয়াখালী-বরিশাল মহাসড়কের সম্মুখে হওয়ায় এবং সড়কটিতে অনবরত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করায় শিক্ষার্থীদের জন্য রাস্তা পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ এবং শিক্ষার্থীরা প্রায়শই মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়। শহিদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু ও রাস্তার সংযোগ স্থানটির ঢাল ও বাঁকে নিয়ন্ত্রণহীন গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার ঘটে।
এমতাবস্থায়, রাস্তা পারাপারে শিক্ষার্থীদের ও পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চারটি (০৪) গেটের সামনে জরুরি ভিত্তিতে গতিরোধক ও সাইন সিগন্যাল স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক টুলস সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছে ববি প্রশাসন। গত ৩০ জানুয়ারি গতিরোধক ও সাইন সিগন্যাল স্থাপনসহ প্রয়োজনীয় সড়ক টুলস সরবরাহ প্রসঙ্গে সড়কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা করছে ববি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া বলেন,অচিরেই ব্যবস্থাপনা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ।