Top 5 This Week

শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করে ক্যাম্পাস ছাড়লেন ববির কোষাধ্যক্ষ

Spread the love

 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করে ক্যাম্পাস ছাড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারার অবসারপ্রাপ্ত কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল। এ সময়  শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যোগদান করতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত ট্রেজারারকে গ্রাউন্ডফ্লোরে আটকে রাখেন এবং দুর্নীতির অভিযোগ তুলে তাকে যোগদানে বাধা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে রাত ৯টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত ববি ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তফা কামালকে আওয়ামী দোসর ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যেন যোগদান করতে না পারেন সেই দাবি তুলেন। এর পাশাপাশি এই বিতর্কিত লোককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়ার কারণ দর্শানোর দাবিও তুলেন। শিক্ষার্থীরা বলেন, এই মোস্তফা কামাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সীমাহীন দুর্নীতি করেছেন যার তথ্য-প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এমন দুর্নীতিগ্রস্থ  লোককে আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দেখতে চায় না।

মানববন্ধনে অংশ নিয়ে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,

একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। আমাদের সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল  স্বৈরাচারের দোসর কলিমুল্লাহর সহযোগী। মূলত কলিমুল্লাহ তার ব্যক্তি স্বার্থ বাস্তবায়নের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ববি শিক্ষার্থীরা কোনো স্বৈরাচারের দোসর কে বরিশাল বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাসে ঢুকতে দিবে না। এর ব্যত্যয় ঘটলে আমরা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, নবনিযুক্ত ট্রেজারার এসেছিলেন যোগদান করতে কিন্তু শিক্ষার্থীরা বাধা দেয়ায় তিনি চলে গেছেন। শিক্ষার্থীরা এই ঘটনার পর একটা মানববন্ধন ও করেছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বাধার মুখে নবনিযুক্ত ট্রেজারার যোগদান না করেই ক্যাম্পাস ত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) নতুন কোষাধ্যক্ষ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়েনবাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল খানকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish