বিডিটাইম ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দিতে এসে দুই যুবককে আটক করেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। মঙ্গলবার (৬মে) দুপুরে উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—জুনায়েদ আহমদ সাগর (২২) এবং মো. মামুন (২১)। তারা যথাক্রমে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জুনায়েদ রোকসানা আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের পরীক্ষার্থী রানা মোল্লার হয়ে এবং মামুন একই প্রতিষ্ঠানের হাইয়ুল ইসলাম শাহজাহানের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
কেন্দ্র সচিব শাহানা পারভীন বলেন, “পরীক্ষা চলাকালে একজন শিক্ষকের সতর্ক নজরদারিতে তাদের শনাক্ত করা হয়। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে প্রকৃত শিক্ষার্থীর ছবি পরিবর্তন করে নিজেদের ছবি বসানো হয়েছিল।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, “ট্রেড-২ বিষয়ের পরীক্ষার সময় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র পরিদর্শকরা অনুসন্ধান চালিয়ে প্রক্সি পরীক্ষার্থীদের চিহ্নিত করেন। খবর পেয়ে আমি কেন্দ্র পরিদর্শনে যাই এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করি।”
শ্রীপুর থানার ওসি জয়নাল আবদীন মণ্ডল বলেন, “দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, “পরীক্ষা আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”