বিডিটাইম ডেস্ক
সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যর্থ করতে আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র চলছে, যার নেতৃত্বে রয়েছে দিল্লি।
শনিবার (৩ মে) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাম আজাদ বলেন, “যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার অজুহাতে যেন সময় নষ্ট না হয়। যদি কোনো সংস্কার বাকি থাকে, তাহলে জনগণের সামনে সেই তালিকা প্রকাশ করুন।”
তিনি আরও বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে কীভাবে ব্যর্থ করা যায়, সে পরিকল্পনা চলছে দিল্লি থেকে। এ পরিস্থিতিতে আমি তাঁকে বলব—সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন।”
বক্তব্যে বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ টেনে বলেন, “১৯৭১ সালে শেখ মুজিব পাকিস্তানিদের সঙ্গে স্বেচ্ছায় বন্দি হয়ে জাতিকে ধোঁকা দিয়েছিলেন। সেই সময় দেশের দায়িত্ব নিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ শেখ হাসিনাও ইতিহাসের পুনরাবৃত্তি করছেন। শত শত ছাত্র-জনতাকে হত্যা করে তিনি এখন পালানোর পথে।”
তিনি আরও বলেন, “সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি, কারণ তারা শেখ হাসিনার অপকর্ম জানতেন। ১৩ বছর ধরে বিচার পিছিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াকে জিম্মি করে রাখা হয়েছে।”
সালাম আজাদ বলেন, “এই জনস্রোতই প্রমাণ করে মানুষ বিএনপির ওপর আস্থা রাখে। তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।”
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কহিনুর সিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য অমর ফারুক অবাক। এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, সাগর বেপারী, বাদল হাওলাদার, আরিফ হোসেন লাভলু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আবু তাহের মৃধা, সালাম খান, মুক্তার হোসেন খান, আতাউর রহমান খান, হারুন মোড়ল, মাহবুব আলম টিটু, তানভীর আহমেদ অভি, বাচ্চু হাওলাদার, আয়েশা আলম নারগিস প্রমুখ।