বিডিটাইম ডেস্ক
বাংলাদেশ সচিবালয়ের কর্মচারীদের একটি সমিতির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে ক্যান্টিনে মারামারির ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ জুন) রাত ৮টার দিকে। আহতরা জানান, সচিবালয় বহুমুখী সমবায় সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। তাদের লাঠি ও চেয়ার দিয়ে মারধর করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন: নুরুল ইসলাম (৫৮), ওবায়দুল ইসলাম (৪৫), মিলন (৪০), মুজাহিদুল ইসলাম সেলিম (৫০), হাসনাত (৪৫)।
তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সোহরাব হোসেন জানান, হামলায় আহত নুরুল ইসলাম সচিবালয়ের প্রশাসনিক শাখার কর্মচারী ও সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি। তিনি বলেন, “সমবায় সমিতির কমিটি নিয়ে চলমান বিরোধের জেরেই এই হামলা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহতরা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।