Top 5 This Week

সর্বোচ্চ দামে আইপিএলে ফিরলেন মোস্তাফিজ

Spread the love

বিডিটাইম ডেস্ক

২০২৫ আইপিএলের বাকি অংশে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এবারই আইপিএলে সবচেয়ে বেশি দামে ডাক পেলেন তিনি—৬ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৫৪ লাখ টাকা।
আইপিএলের স্থগিত হওয়া ২০২৫ আসর আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াতে যাচ্ছে। ঠিক সেই সময়েই সুখবর পেলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, দিল্লি ক্যাপিটালস দলে টেনেছে মোস্তাফিজকে।

মোস্তাফিজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরে আছেন, যেখানে তিনি বাংলাদেশ দলের হয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন। দেশ ছাড়ার দিনেই আইপিএল থেকে পেলেন বড়সড় এই ডাক।

এর আগে আইপিএলের মেগা নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে তোলা হলেও কোনো দল তাকে সেসময় নেয়নি। কিন্তু এবার দিল্লি তাকে নিয়েছে তিনগুণ দামে, ৬ কোটি রুপিতে—যা আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ।

এই দামে পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে, যাকে ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স ৬ লাখ ডলারে নিয়েছিল। তৎকালীন বাজারমূল্যে সেটি ছিল প্রায় ৪ কোটি টাকার কাছাকাছি।

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কারণে ৯ মে থেকে স্থগিত হয়ে যায় এবারের আইপিএল। ফ্র্যাঞ্জাইজিগুলোর ভেতরও এই ঘটনার প্রভাব পড়ে। দিল্লি দলে থাকা ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। ফলে তার জায়গায় সুযোগ পান ২৯ বছর বয়সী মোস্তাফিজ।

এর আগেও দিল্লির হয়ে খেলেছেন মোস্তাফিজ—২০২২ ও ২০২৩ মৌসুমে। আইপিএলের সবশেষ আসরে তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এছাড়াও খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে।

আইপিএলে এখন পর্যন্ত ৫৭ ম্যাচ খেলে ২৮.৮৮ গড়ে ৬১ উইকেট শিকার করেছেন তিনি। ইকোনমি রেট ৮.১৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্সও উল্লেখযোগ্য—১০৬ ম্যাচে ১৩২ উইকেট, গড় ২১.৬২ ও ইকোনমি ৭.৫১।

বর্তমানে দিল্লি আছে পয়েন্ট তালিকার পাঁচে। শীর্ষ চারে উঠতে হলে তাদের বাকি তিনটি ম্যাচের অন্তত দুটি জিততেই হবে। প্লে-অফে পৌঁছাতে পারলে ম্যাচ সংখ্যা বাড়বে, তখন হয়তো মোস্তাফিজের ম্যাচ খেলার সুযোগও বাড়বে। তবে দলে জায়গা পেতে হলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে মিচেল স্টার্ক ও দুশমন্থা চামিরার মতো বিশ্বমানের পেসারদের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish