বিডিটাইম ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন ৯৯৬ জন এবং অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৮২৫ জন।
রোববার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩১ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ২টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি কুড়াল।
পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমন করতে এ ধরনের অভিযানিক কার্যক্রম নিয়মিতভাবে চলবে।