Top 5 This Week

সিকৃবি বায়োটেক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

Spread the love

 

সিকৃবি প্রতিনিধি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) জীবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে জীবপ্রযুক্তি বিষয়ক সংগঠন বায়োটেক ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জীবপ্রযুক্তি ও জীন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মাদ মেহেদী হাসান খান কে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রিয়াজ-উল ইসলাম আল-আমিন, প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে মোঃ তামজিদুল আলম দায়িত্ব দেয়া হয়েছে।

গত ৫ ডিসেম্বর, ২০২৪ বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে নতুন কমিটি ঘোষণা করে।

ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ-উল ইসলাম আল-আমিন বলেন, আমাদের ক্লাবের মূল লক্ষ্য হবে জৈবপ্রযুক্তির জ্ঞান প্রসার, উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশ এবং সৃজনশীল উদ্যোগগুলোকে উৎসাহিত করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সদস্যরা অত্যাধুনিক কর্মশালা, সেমিনার এবং গবেষণার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারবে এবং একে অপরকে সমৃদ্ধ করবে। নতুন কমিটির প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন।

প্রধান পরিচালনা কর্মকর্তা মোঃ তামজিদুল আলম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেক ক্লাবের প্রধান পরিচালনা কর্মকর্তা নিযুক্ত হওয়ার এই অবিশ্বাস্য সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমার প্রতি আস্থা রাখার জন্য আমি পূর্ববর্তী কমিটির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের লক্ষ্য হবে অত্যাধুনিক জৈবপ্রযুক্তিগত কর্মশালা ও সেমিনারের মাধ্যমে একে অপরকে উদ্ভাবন বিষয়ে সহযোগিতা এবং অনুপ্রাণিত করা। আমি নতুন কমিটির প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।

এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে প্রধান কোষাধ্যক্ষ হিসেবে ফারিয়া খান হৃদি, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আকলিমা হক ও মোঃ মনিরুল হক, কোষাধ্যক্ষ উইংয়ের কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ আবদুর রহমান রায়েদ। অ্যাডমিনিস্ট্রেশন উইং প্রধান হিসেবে তাসনিম সায়েম সাকিব, সহকারী প্রধান হিসেবে নাজিফা রহমান, আফিয়া জাহিন ও সিগমা জামান, অ্যাডমিনিস্ট্রেশন উইং এর কার্যনির্বাহী সদস্য হিসেবে আবু বিন তায়েফ

তথ্য ও প্রযুক্তি উইং প্রধান হিসেবে মিতানূর ববি, সহকারী প্রধান হিসেবে ফরাইদ আহমেদ নাবিল ,ইরফান হাবিব রাফি ও মোঃ সামিয়ুম বাসির ওভি, তথ্য ও প্রযুক্তি উইং এর কার্যনির্বাহী সদস্য হিসেবে সাবিহা বখত, মোঃ ফাহিম ফয়সাল ও ফারহান বিন আলম। পরিকল্পনা ও উন্নয়ন উইং প্রধান হিসেবে কথামালা বিশ্বাস, সহকারী প্রধান হিসেবে মুহাম্মদ আল হাসান শাফিন, সানজারাহ, মাইশা ও শিশির, পরিকল্পনা ও উন্নয়ন উইং এর কার্যনির্বাহী সদস্য হিসেবে ফজলে রাব্বি। পাবলিক রিলেশনস উইং প্রধান হিসেবে শাহিদা বেগম, সহকারী প্রধান হিসেবে নাবিলা, মাইশা রহমান, নাফিস ও শোভা, পাবলিক রিলেশনস উইং এর কার্যনির্বাহী সদস্য হিসেবে নীলিমা রানি দাস।

ইভেন্ট ম্যানেজমেন্ট উইং প্রধান হিসেবে সাখাওয়াত হোসেন রাজু, সহকারী প্রধান হিসেবে মান্না দাস ও আরফিন আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট উইং এর কার্যনির্বাহী সদস্য হিসেবে আশরাফ, আরাফাত ও নাফিস ইসরাক ও প্লাসমিড সদস্য হিসেবে প্রথম বর্ষের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish