বিডিটাইম ডেস্ক
কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৬মে) সন্ধ্যায় নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভারতের পানি শুধু ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে। সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।”
গত ২২ এপ্রিল কাশ্মীরে সশস্ত্র হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং তথাকথিত ‘ডিপ স্টেট’-এর মদত রয়েছে। যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
চলমান উত্তেজনায় দুই প্রতিবেশী দেশ একে অপরকে দোষারোপ করছে, হুমকি ও পাল্টা হুমকির মধ্যে বাতিল হচ্ছে বিভিন্ন চুক্তি। এরই অংশ হিসেবে ভারত ৬৫ বছরের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করে।
মোদি বলেন, “একসময় ভারতের অধিকারের পানি দেশের বাইরে চলে যেত। এখন সেই পানি ভারতের উন্নয়ন ও কৃষিখাতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে।”
সিন্ধু চুক্তি অনুযায়ী, ভারত নদীর পানিতে বাঁধ বা জলাধার নির্মাণে সীমিত ছিল, যা পাকিস্তানের কৃষিকাজে ব্যবহৃত হতো। চুক্তি স্থগিত করার পর ভারত ইতোমধ্যেই নতুন জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে।
জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে ১৯৭২ সালের শিমলা চুক্তি ও ভিসা সুবিধা স্থগিত করেছে। একই সঙ্গে ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে—সিন্ধু চুক্তি বাতিল করা হলে তা “যুদ্ধ ঘোষণার শামিল” বলে বিবেচিত হবে। বর্তমানে দুদেশই সীমান্ত এবং আকাশপথ বন্ধ করে দিয়েছে, ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতি দিকে যাচ্ছে।