Top 5 This Week

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Spread the love

বিডিটাইম ডেস্ক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদ্রাসার বাথরুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (১১) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত শাহিন আলম তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা গ্রামের সাজিনুর রহমানের ছেলে। সে দারুল ইসলাহ্ মডেল মাদ্রাসার নুরানি শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যায় শাহিন। কিছুক্ষণ পর সে বাথরুমে গেলে দীর্ঘ সময়েও ফিরে না আসায় সহপাঠীরা খোঁজ নিতে যায়। তারা গিয়ে দেখে, বাথরুমের ভেতরে শাহিন অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর দরজা খুলে তাকে বাইরে আনা হয়, তবে তখন তার দেহ নিথর ছিল।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, বাথরুমে পানি সরবরাহের একটি বৈদ্যুতিক মোটরের খোলা তারে অসাবধানতাবশত স্পর্শ করেই শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শিশু শিক্ষার্থীর অকাল মৃত্যুতে মাদ্রাসা, পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish