কুবি প্রতিনিধি,
২৬ মার্চ স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে ২৬ কিলোমিটার রাইড দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার সাইক্লিস্ট।
২৬ মার্চ( মঙ্গলবার) রাত ১১ টায় রাইড শুরু হয় এই রাইড। সাইক্লিস্টরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে কোটবাড়ি, কালির বাজার, বড়ুরা, চন্ডীমুড়া বাজার, বড় ধর্মপুর, মধ্যম বিজয়পুর, মেইল গেইট সূদন্যপুর, সানন্দা হয়ে আবার ও ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ যাত্রায় যারা ছিলেন, কুবি সাইক্লিস্টের মডারেটর মারুফ আহমেদ রাইডে ছিলেন, সভাপতি নাজমুল রাহাত ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিন খান, ও গিয়াস উদ্দিন।
আয়োজন সম্পর্কে মডারেটর মারুফ আহমেদ বলেন, সাইক্লিং শরীর ও মনের জন্য বেশ উপকারী। স্বাধীনতা দিবস’কে স্মরণ করে কুবি সাইক্লিস্ট ২৬ কিলোমিটার রাইডের আয়োজন করে। কুবি সাইক্লিস্ট বিগত সময়ে বিজয় দিবস র্যালি, ভাষা দিবসের র্যালি ও ফিলিস্তিনের সাপোর্ট র্যালির আয়োজন করেছে। কুবি সাইক্লিস্ট সচেতনতা মূলক প্রোগ্রাম ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও সোচ্চার থাকে।
আমরা বিশ্বাস করি সাইক্লিং এর মাধ্যমে মানসিক অবসাদ দূর হবে এবং শারীরিক ও মানসিক প্রশান্তি মিলবে।