Top 5 This Week

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম জিয়া

বিডিটাইম ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৮ জুন) রাত ১১টা ১৭ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভার কেয়ার হাসপাতালে রওনা দেন এবং রাত ৭টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান। সেখানে তার নিয়মিত কিছু মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার চিকিৎসা চলছে এবং বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি করতেও হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish