Top 5 This Week

স্বৈরাচারের পতনের আনন্দে নোবিপ্রবিতে গরুভোজ

নোবিপ্রবি প্রতিনিধি

স্বৈরাচারের পতন ও স্বাধীনতা ২.০ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে গরু ভোজের আয়োজন করেছে শিক্ষার্থীরা।

সোমবার ৮ সেপ্টেম্বর সন্ধা ৭ টা র দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন এবং নতুন স্বাধীনতা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকরতা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহনে এই প্রীতি গরু ভোজের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. তারেক বলেন, ‘স্বৈরাচার পতনে স্বাধীনতা ২.০ উদযাপনে আমাদের এই গরু ভোজের আয়োজন করেছি আমরা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। আমাদের প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আমাদের আয়োজনে শিক্ষার্থীরা খুশি হলেই আমরা এই আয়োজন স্বার্থক হয়েছে বলে ধরে নিবো’।

আয়োজনে অংশ নেওয়া তানভীর হোসেন বলেন, উৎসবমুখর এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রাণচঞ্চলতা তৈরী করেছে। এই শিক্ষার্থী আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরো এমন প্রোগ্রাম করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শিক্ষার্থীদের পাশাপাশি আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনূভুতি প্রকাশ করে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম বলেন, ‘হাজারো ছাত্র-জনতা শহীদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার ভিন্নরকম এই উদযাপন প্রশংসনীয়। খাবারের মান ও স্বাদ অনেক ভালো। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি, সব মিলিয়ে খুব ভালো লাগছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish