Top 5 This Week

হজ্জ ক্যাম্পে কুবির দুই রোভার

Spread the love

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট থেকে হজ্জ ক্যাম্পে হজ্জযাত্রীদের সেবা দিতে যাচ্ছেন দুই রোভার নাছরিন ও বাবুল।

বুধবার (৮ই মে) সকালে ক্যাম্পাস ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত ঢাকার আশকোনাস্থ হজ্জ ক্যাম্পে সেবা দিবেন । রোভাররা হলেন, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় গার্ল-ইন রোভার স্কাউটস গ্রুপের গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার ও বাংলা বিভাগের ২০১২০-২১ সেশনের শিক্ষার্থী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপের রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মো. তোফাজ্জল হোসেন বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও বাংলাদেশ স্কাউটস পুরো দেশে থেকে রোভার সদস্য যাচাই-বাছাই করে হ্জ্জ ক্যাম্পে দায়িত্ব পালনের ব্যবস্থা করেছে। যেখানে তারা হজ্জের উদ্দেশ্যে আগত যাত্রীদের প্রয়োজনীয় সকল সেবা দেয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

এ বিষয় গার্ল-ইন সিনিয়র রোভারমেট নাছরিন আক্তার বলেন, আমি একজন গার্ল-ইন রোভার  হিসেবে এ বছর হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। যখন আমরা সদস্য স্তরে ছিলাম তখন থেকেই সিনিয়রদের ভাই-আপুদেক দেখে একটা আশা পোষণ করতাম ,  আমিও একদিন এই ভালো  কাজের গর্বিত অংশীদার  হতে পারবো। অবশেষে হজ্জ ক্যাম্পে অংশগ্রহণ  করার সুযোগ পেয়েছি। এতে আমি অনেক বেশি আনন্দিত।

রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, আমার অনেকগুলো প্রাপ্তির মধ্যে যেন হজ্জযাত্রীদের সেবা দেয়ার সুযোগ পাওয়াটাই আমার কাছে অন্যতম। কেননা আমি যদি রোভার স্কাউটসের সাথে সম্পৃক্ত না থাকতাম তাহলে  হয়তো এই সুবর্ণ সুযোগটুকু পেতাম না। এজন্য বাংলাদেশ স্কাউটস ও রোভারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই ভাল কাজে এগিয়ে আসার ধারাটি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা জেলা রোভারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবার ১০ জন রোভার সুযোগ পেয়েছে। তার মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন ২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish