Top 5 This Week

হল ত্যাগের নির্দেশে বিপাকে শিক্ষার্থীরা

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে বুধবার (১৭ জুলাই) সকাল ১১টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হল ছাড়লেও বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) মধ্যরাতে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইউজিসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের ১৭ জুলাই সকাল ১১ টার মধ্যে আবাসিক হল পরিত্যাগ করে নিজ ঠিকানায় গমনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো।
তবে হঠাৎ করে হল ত্যাগের নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকেই ক্ষোভ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে কোনো ধরনের টিকিট পাওয়া যাচ্ছেনা বলেও জানিয়েছেন তারা।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ও বঙ্গমাতা হলের নিচে অবস্থান করে হল প্রভোস্টদের সাথে কথা বলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, গতকাল রাত ৩ টায় বিজ্ঞপ্তি দিয়ে সকাল ১১ টায় হল ছাড়তে বলা হয়। যাদের দূরে বাসা, তারা এই অল্প সময়ে টিকিট কোথায় পাবে। আর বাড়ি ফেরার পথে যে কোনো সমস্যা হবে না, এই নিশ্চয়তা কে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish