Top 5 This Week

হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন তথ্যটি ভুয়া

Spread the love

বিডিটাইম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন—এমন একটি ভুয়া তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ।

সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে “নিউজ কনফার্ম: মা\*রা গেছে হাসনাত আব্দুল্লাহ, ভিডিও দেখুন কমেন্টে”—এই ধরনের বিভ্রান্তিকর শিরোনামে পোস্ট দেওয়া হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই।

রিউমার স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভুয়া দাবির সঙ্গে একটি ব্লগপোস্টের লিংক দেওয়া হচ্ছে, যেটি একটি অবিশ্বস্ত ও ভূঁইফোঁড় ব্লগসাইট (amardeesh247.blogspot.com) থেকে এসেছে। এটি একটি বিনামূল্যের ডোমেইনভিত্তিক অজানা উৎস, যা থেকে ছড়ানো খবরের কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই।

প্রকৃত ঘটনা অনুযায়ী, গত ৪ মে গাজীপুরের সালনা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত হামলা চালায়। চান্দনা চৌরাস্তা এলাকায় ওই হামলায় তিনি হাতে আঘাত পান এবং তার গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান।

জাতীয় নাগরিক পার্টি থেকেও এ বিষয়ে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর কোনো দাবি করা হয়নি। উপরন্তু, তিনি যদি মারা যেতেন, তাহলে তা গণমাধ্যমে উল্লেখযোগ্য coverage পাওয়ার কথা থাকলেও, কোনো জাতীয় বা স্থানীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি।

রিউমার স্ক্যানার বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, “হাসনাত আব্দুল্লাহ মারা গেছেন”—এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish