Top 5 This Week

১০ রমজান থেকে ছুটির দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১০ রমজান থেকে ছুটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৯ মার্চ) সকাল ১১.৩০ টায় একহাজার শিক্ষার্থীদের স্বাক্ষর নিয়ে উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশিদ।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত দুই বছর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮° সেলসিয়াস এবং ৩৭.৮° সেলসিয়াস ছিল যা দেশের মধ্যে সর্বোচ্চ। যশোরের এই তীব্র তাপদাহে রমজানের রোজা রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, ল্যাব, পরিক্ষা ইত্যাদি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্যে খুবই কষ্টসাধ্য।  তাই শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনা করে ১০ম রমজানের পরে ক্লাস,পরীক্ষা বন্ধ ঘোষণা করার দাবি করেন শিক্ষার্থীরা। শারীরিক সুস্থতা এবং যশোরে গরমের তীব্রতার বিষয়টি বিবেচনায় রেখে উপরিউক্ত দাবিটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish