বিডিটাইম ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাত্র ৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হোসেন মিয়া পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। সেখানে পূর্ব নৈনগাঁও গ্রামের এক কিশোর (১৭) তার কাছে টাকা দাবি করে। হোসেন টাকা দিতে রাজি না হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ওই কিশোর তার পেছন থেকে এসে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তদন্ত চলছে। অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”