বিডিটাইম ডেস্ক :
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে গাজার শিক্ষাব্যবস্থার চরম বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে প্রায় ৬ লাখ ৩০ হাজার ছাত্রছাত্রী শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শেষের দিকে ৩৯ হাজার শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়নি।
একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষের শুরুতে ৫৮ হাজার শিশু প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হয়েছে।
সংঘাতের কারণে গাজায় শিক্ষার্থীদের ওপর ব্যাপক প্রাণহানি ঘটেছে। এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিক্ষার্থী শহীদ হয়েছে এবং ১৫ হাজারের বেশি শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়া ৪০০-এর বেশি শিক্ষকও শহীদ হয়েছেন।