বিডি স্পোর্টস ডেস্ক
মাত্র ৯ জন খেলোয়াড় নিয়ে ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চরম প্রতিকূলতার মধ্যেও এই অসাধারণ জয় বিশ্ব ফুটবলজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনায় ঠাসা। অতিরিক্ত সময়েই ঘটে বড় দুর্ঘটনা—বায়ার্নের মিডফিল্ডার জামাল মুসিয়ালা ভয়ংকর ইনজুরিতে পড়েন। পায়ের গোড়ালি ভেঙে মাঠ ছাড়েন তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৮তম মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন দেজিয়ের দুয়ে। হুয়াও নেভেসের পাস পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি।
তবে এগিয়ে যাওয়ার পরপরই ধাক্কা খায় পিএসজি। ৮২ মিনিটে বায়ার্নের টমাস মুলারকে বিপজ্জনক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন উইলিয়ান পাচো। ফলে ১০ জনের দলে পরিণত হয় পিএসজি।
কিন্তু বিপদ এখানেই শেষ নয়। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আরও এক খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জন নিয়ে খেলা চালাতে বাধ্য হয় পিএসজি।
দুই জন কম নিয়ে খেলেও হাল ছাড়েনি ফরাসি চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ের ৯৬তম মিনিটে দুর্দান্ত কন্ট্র অ্যাটাকে দ্বিতীয় গোলটি করেন ওসমানে ডেম্বেলে। তার নিখুঁত শটে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।
এই জয়ের মাধ্যমে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল পিএসজি, আর রোমাঞ্চকর ম্যাচটি হয়ে রইল ফুটবল ইতিহাসের অনন্য নজির।