আন্তর্জাতিক গবেষকদের তালিকায় বেরোবির ৫৯ শিক্ষক-শিক্ষার্থী

0
37

 

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ৫৯ জন শিক্ষক-শিক্ষার্থী অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে সম্প্রতি এ তালিকা প্রকাশ করা হয়। বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪১ হাজার ১০৪ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন।

আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০১৪-এর তালিকায় বাংলাদেশের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বেরোবির বিভিন্ন বিভাগের ৫৯ জন শিক্ষক-শিক্ষার্থী।
সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‍্যাংকিং করা হয়েছে।

তালিকায় স্থানে বেরোবি’র গবেষকদের মধ্যে প্রথম  রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. ফেরদৌস রহমান, তৃতীয় স্থানে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান

চতুর্থ স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী রোকাইয়া সালাম এবং পঞ্চম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রাকিব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here