Top 5 This Week

আন নাবিল বৃত্তির স্টুডেন্ট অফ দ্যা ইয়ার” আবরার আহমেদ জাহিন

Spread the love

বিডিটাইম প্রতিবেদক,

চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি মাদ্রাসা বৃত্তি “আন-নাবিল বৃত্তি প্রকল্প’২৩” এর স্টুডেন্ট অফ দ্যা ইয়ার” হয়েছে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র আবরার আহমেদ জাহিন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) জুমাবার সকাল ৮:৩০ নগরীর একটি অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

আব্দুর রহিম আল মামুনের সঞ্চালনায় সদস্য সচিব জালাল ইবনে আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জনাব ড. মোহাম্মদ শফী উদ্দিন মাদানী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট আলিয়া মাদ্রাসার প্রভাষক জনাব মাওলানা আব্দুর রহমান।


প্রধান অতিথি বক্তব্যে ড. মোহাম্মদ শফী উদ্দিন মাদানী বলেন, আপনারা বাচ্চাদের বাচ্চাদের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখুন। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গ দরকার। আন-নাবিল শিশু কিশোর সাংস্কৃতিক সংসদ সদস্যদের অনুসরণ করতে উৎসাহ প্রদান এবং তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান ।

প্রধান আলোচকের বক্তব্য মাওলানা আব্দুর রহমান বলেন, সময় খুবই গুরুত্বপূর্ণ, সময়কে কাজে লাগিয়ে আপনারা নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ে তুলবেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব শহীদুল ইসলাম বলেন, আমরা আন- নাবিল বৃত্তি প্রকল্পের মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভা বিকাশ করতে চাই এবং তাদেরকে সৎ, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন-নাবিল শিশু কিশোর সাহিত্য সংস্কৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, মাদরাসা পড়ুয়া ছাত্রদের হীনমন্যতা দূর করার জন্য এমন আয়োজন করা হয়ে থাকে। একেকজন ইসলামিক স্কলার, আলেম, ডাক্তার হয়ে হয়ে সমাজ সংস্কারে ভুমিকা রাখার আহ্বান জানান


এছাড়াও আন্-নাবিল শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উল্লাহ, আন-নাবিল বৃত্তি প্রকল্প চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান পৃষ্ঠপোষক শহীদুল ইসলাম এবং আহ্বায়ক ইলিয়াস শাহরিয়ার ।

গোলাম রব্বানী, ত্বরিকুল ইসলাম, ফানাফিল্লাহ হক জিহাদী, ইফতেখারুল ইসলাম,আবু নাঈম জালালি, সাইফুল তানভীর, সারওয়ার হোসাইন, আব্দুল আজিজসহ আন নাবিল বৃত্তি প্রকল্পের কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

উল্লেখ্য আন নাবিল বৃত্তি প্রকল্প’২৩ এ দক্ষিণ জোনে বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ২১ জন ছাত্রকে ট্যালেন্টপুল এবং ৭১ জন ছাত্রকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish