Top 5 This Week

ইবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ইবি প্রতিনিধি।

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোহাঃ মাহাবুবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ মতিয়ার রহমান মোল্লা, প্রভাষক সুমন বিশ্বাসসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, পরিসংখ্যান বিভাগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish