কুবিতে চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বাবু-গালিব

0
23
Spread the love

কৃুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চট্টগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মো. শহীদুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. শাহীনুল ইসলাম গালিব।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। নবগঠিত এই কমিটি আগামী ১ বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালন করবে।

আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: সাফায়েত রহমান, মো. রাসেল আহমেদ, মোহাম্মদ নাজিম উদ্দীন। সহ-সভাপতি রিয়াজ উদ্দিন অপু, মো. মেহেরাব হোসেন ও জান্নাতুন নাঈম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে  মো. তৈয়ব উদ্দিন ও মো. আবরার মোস্তফা।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শামসের তাবরিজ চৌধুরি, গোলাম দস্তগীর, আব্দুর রহমান সায়েম ও মোহাম্মদ লোকমান। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফুল ইসলাম।

উল্লেখ্য, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here