ঢাকা বিশ্ববিদ্যালয় রিনিউয়েবল এনার্জিতে মাস্টার্স,আবেদনের শেষ দিন আজ

0
22

 

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জিতে এমএস ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি (এমআরইটি) প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এ জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করেছে ইনস্টিটিউট অব এনার্জি।
আবেদনের যোগ্যতা

প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্নাতকে জিপিএ/সিজিপিএ–৪–এর মধ্যে ২ দশমিক ৫ থাকতে হবে।

আবেদন গ্রহণের স্থান ও তারিখ
ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের অফিসকক্ষ থেকে বছরের ২৪ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
ভর্তি পরীক্ষা ২৭ জানুয়ারি ২০২৪, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে কার্জন হল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here