Top 5 This Week

পবিপ্রবি ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এম.ও.পি স্বাক্ষরিত

Spread the love

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কলকাতার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এমওপি স্বাক্ষরিত হয়েছে।

২৭ এপ্রিল ( শুক্রবার) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে বিকাল ৩ঃ৩০ মিনিটে এই এম.ও.পি স্বাক্ষরিত হয়।

পবিপ্রবি’র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সভাপতিত্বে ও আমিনুর ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. সুশান্ত কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, ডিন কনভেনার প্রফেসর ড. মোজাম্মেল, হক ছাত্র বিষয়ক উপদেষ্টা এ বি এম মাহবুব মোর্শেদসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষক।

শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি পবিপ্রবিতে চলমান শিক্ষা-কার্যক্রম ও বিভিন্ন গবেষণাসহ শিক্ষক শিক্ষার্থী সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করেন।

 

পবিপ্রবি’র ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের ভারতের অবদানের ও বঙ্গবন্ধুর সাথে ভারতের সুসম্পর্ক কথা স্মরণ করে বলেন, এই এম.ও.ই আমাদের একাডেমি ও রিসার্সে কিভাবে উন্নয়ন ঘটাবে এই নিয়ে কাজ করবে। এই চুক্তির মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে। কেননা কলকাতা আমাদের সবচেয়ে নিকটে ও সব ধরনের যোগাযোগ ব্যাবস্থা রয়েছে৷

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, আমাদের কর্মমুখী শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন করতে হবে। প্রয়োজনে স্বল্প সময়ের কোর্স চালু করতে হবে। যাতে যে কোন স্তরের শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে উপকৃত হতে পারে।

মেরিন ও ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের যে এক্সপার্ট আছে তা আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এই এম.ও.ই প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে বলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের গেস্ট টিচার হিসেবে নিয়োগ দিতে পারব। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যেমে গবেষণা ও শিক্ষার গুণগতমান আরো উন্নত হবে।

উল্লেখ্য এম.ও.ই প্রোগ্রামের শেষে বিকাল ৫ টায় পবিপ্রবি’র কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্সে রুম উদ্বোধন করেন পবিপ্রবি’র ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের ওবিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. সুশান্ত কুমার চক্রবর্তীসহ উপস্থিত অতিথিরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish