Top 5 This Week

প্রক্টরের অপসারণসহ ৪ দাবিতে ক্লাসে ৫ মিনিট নিরবতা পালন করবে কুবি শিক্ষকরা

Spread the love

প্রক্টরের অপসারণসহ ৪ দাবিতে ক্লাসে ৫ মিনিট নিরবতা পালন করবে কুবি শিক্ষকরা

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী এর অপসারণসহ চার দাবিতে ক্লাসের শুরুতেই পাঁচ মিনিট নিরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন কুবি শিক্ষকরা।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

শিক্ষকদের দাবিগুলো হল, প্রক্টরের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত) দেলোয়ার হোসেনসহ অন্যান্য উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তি নিশ্চিতকরণ ও বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক বিচার নিশ্চিত করা।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে নব-নির্বাচিত শিক্ষক সমিতির সদস্য ও সাধারণ শিক্ষকরা দেখা করতে গেলে উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশ উচ্চবাচ্য, থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়া সহ প্রাণনাশের হুমকির নিন্দা, প্রতিকার ও বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষক সমিতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish