ববির বঙ্গমাতা হলে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

0
38
Spread the love
ববি প্রতিনিধি
“হতাশাকে না বলি”, “জীবনকে সুন্দর করি” এই নীতি বাক্যকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে রবিবার (২৮ জানুয়ারি সন্ধ্যায় ৬টায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক, সচেতনতা মূলক সেমিনার আয়োজিত হয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. হেনা রানি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. রেবেকা সুলতানা৷  তিনি বলেন, হতাশা হচ্ছে এমন একটি বিষয় যা মানুষকে কুঁড়ে  কুঁড়ে খেয়ে ফেলে অসুস্থ অবস্থানে নিয়ে যায়৷ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের জীবনের মূল্য অনেক৷ তোমরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করার আহ্বান করেন৷
হলের প্রাধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে বর্তমান উপাচার্য (রু.দা) গুরুত্ব আরোপ করেছেন বলে এমন সুন্দর আয়োজন করতে পেরেছি৷
অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here