Top 5 This Week

বাকৃবিতে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে গ্রিন ভয়েসের ইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি:

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের আয়োজনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জামিয়া আরাবিয়া তালিমূল কোরআন মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে ওই ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

গ্রিন ভয়েস বাকৃবি শাখার সভাপতি মো. বকুল আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. পারভেজ আনোয়ার, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ও গ্রিন ভয়েসের প্রধান সমন্বায়ক মো. আলমগির কবির। এছাড়া গ্রিন ভয়েস বাকৃবি শাখার উপদেষ্টামণ্ডলী ও সংগঠনটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন

এসময় ড. মো. হারুন-অর-রশিদ বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। ইসলামি জ্ঞান ও দীক্ষায় দিক্ষিত হয়ে একজন স্বনামধন্য আলেম হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে সেই দোয়া করি। আমি গ্রিন ভয়েসকে ধন্যবাদ জানাই মাদরাসার এসব শিশুদের সাথে ইফতার করার সুযোগ করে দেয়ার জন্য।

অনুষ্ঠানে ছয়জন মাদরাসার শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়। এছাড়া সকলের জন্য ছিল উপহার সামগ্রী। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনায় মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, অনুষ্ঠানে উপস্থিত ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন ইতোমধ্যে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish