Top 5 This Week

বাঙালির অনুপ্রেরণার উৎস ৭ই মার্চের ভাষণ – ববি উপাচার্য

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন,বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির আবেগ ও অনুপ্ররণা উৎস৷ দশ লক্ষ মানুষের সামনে দাড়িয়ে বঙ্গবন্ধুর মাত্র আঠারো মিনিটের যে ভাষণ দিলেন সেটা জাতির ইতিহাসের এক স্মরণীয় দিন৷

তিনি আরও বলেন, সেদিন বঙ্গবন্ধুর প্রতিটি শব্দচয়নে দৃঢ়তার সাথে স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেই তার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে দেশবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বিজয় অর্জন করে৷

বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিতব্য ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন৷

আফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. শফিউল আলম, রেজিস্টার মো. মনিরুল ইসলাম৷

নাদিম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷

এর আগে দিনটি উপলক্ষে সকাল দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish