বুটেক্সাসের নতুন কমিটির সভাপতি রিয়াজ – সাধারণ সম্পাদক রফিক

0
16

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক কালবেলা ও চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহবুব আলম রিয়াজ। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক মানবকণ্ঠ ও জাগো নিউজ-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।

নির্বাচিত সভাপতি মাহবুব আলম রিয়াজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান কার্যক্রম শেষে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান।

কমিটির সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহিল কাফী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাবী সিদ্দিকী জুবায়ের, দফতর-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের রাফি, অর্থ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম শাহেদ ও কার্যকরী সদস্য মোহাম্মদ সাজ্জাদুর রহমান।

বিকালে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী নির্বাচন কমিশনার ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবেল খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মোরশেদুল হক।

প্রসঙ্গত, বিগত ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন ফরমান হোসাইন ও মিনহাজ উল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here