Top 5 This Week

যবিপ্রবি’র দুই ছাত্রী হলের নতুন প্রভোস্ট হলেন যারা

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( যবিপ্রবি ) শেখ হাসিনা ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার ও বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তার।

মঙ্গলবার ( ২৩ এপ্রিল ) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবি শেখ হাসিনা হলের প্রভোস্টের দায়িত্ব হতে অনুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিনা আক্তারকে অপসারণ করে ১ মে হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহারকে এবং অপর এক অফিস আদেশে অধ্যাপক ড. সেলিনা আক্তারকে বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা বিধি মোতাবেক সকল ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। উল্লেখ্য,অধ্যাপক ড.সেলিনা আক্তার যবিপ্রবি শেখ হাসিনা হলের প্রভোস্ট এবং ড. নাজনীন নাহার সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish