মাভাবিপ্রবি প্রতিনিধি
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( মাভাবিপ্রবি ) স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ময়মনসিংহ ( স্যাম ) এর নতুন কমিটি ‘২০২৪’ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ মার্চ ) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী এবং সদ্য বিদায়ী সভাপতি সুজন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হেনামুল হাসান হিমুর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে । এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও সাধারণ সম্পাদক হিসাবে রসায়ন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ মনোনীত হয়েছেন।
হাওর, জঙ্গল, ময়ষের সিং – এই তিনে ময়মনসিংহ। পুরাতন ব্রহ্মপুত্র নদের পলি দ্বারা গঠিত হয় ময়মনসিংহ। শিক্ষা,সংস্কৃতি ও ঐতিহ্যের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য কয়েকশত শিক্ষার্থী ভর্তি হয় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এসব শিক্ষার্থীদের নিয়েই গঠিত হয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ময়মনসিংহ ( স্যাম )।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি, রিফাত আহমেদ (ESRM), আশিকুর রহমান মাহিন (BGE), যুগ্ম সাধারণ সম্পাদ্ক, আসিফুর রহমান (STAT), সুমাইয়া আক্তার (ACC), সাংগঠনিক সম্পাদ্ক, মোহাম্মদ রাসেল (TE), সাগর ভুঁইয়া (TE), আসিফুর আশিক (BMB), শাহরিয়ার জামান (ACC), সাকিব আলম (MATH), মো.রমজান ( ECO) অর্থ সম্পাদ্ক, উম্মে খাইরুন নাহার মিম (BGE), সহ অর্থসম্পাদ্ক, নিয়ামুল কবির নাইম (PHY), প্রচার সম্পাদ্ক, আফজালুর রহমান আবির (ECO), উপ প্রচার সম্পাদ্ক, আব্দুল্লাহ আল মামুন (ICT),দ্প্তর সম্পাদ্ক, ফারজানা ফেরদৌস, ক্রীড়া শিষয়ক সম্পাদ্ক, মাহফুজ বাবু ( CPS), পাহসান মাহমুদ্ (FTNS)
এসোসিয়েশনের সাবেক সভাপতি সুজন চন্দ্র দাস বলেন, ” স্যাম ” অ্যাসোসিয়েশনটি সুনামের সহিত মাভাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। ভর্তি পরীক্ষার সময় পরিক্ষার্থীদের আবাসন সহায়তা সহ বিভিন্ন প্রয়োজনে সদস্যদের পাশে থাকে। তাছাড়া তিনি নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, নতুনরা যেন তাদের সৃজনশীল কাজের মাধ্যমে অ্যাসোসিয়েশনকে আরো গতিশীল ও প্রাণবন্ত করে তোলে।