বেরোবিতে বিজয় দিবস উদ্‌যাপন

0
88
Spread the love

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এ নানা আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর, ২০২৩) সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

এরপর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বাদ্যের তালে তালে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মারক চত্বরে এসে শেষ হয় ।

স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিধাবিভক্ত সমাজকে একত্রিত করে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সনের এই দিনটি পর্যন্ত প্রাণ দিয়ে যারা দেশকে শত্রু মুক্ত করে বিজয় উপহার দিয়েছেন, সেই সকল বীর শহীদদের বাঙালি জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।

 

তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।

 

মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর কমলেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. শফিকুর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জুবায়ের ইবনে তাহের, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াসমিন সুলতানা, বাংলা বিভাগের প্রভাষক মোঃ খাইরুল ইসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম।

 

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বেরোবি প্রক্টর ও মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম। বিজয় দিবস উপলক্ষে দুপুরে ১ নম্বর খেলার মাঠে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে স্বাধীনতা স্মারক মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা আলোকসজ্জ্বা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here