কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

0
13

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এর নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শিক্ষক লাউঞ্জে, শিক্ষক সমিতি পুনরায় গঠনের লক্ষ্যে ডাকা সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ শিক্ষকদের সর্বসম্মতিক্রমে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. আব্দুল্লাহ আল মাহবুব, আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক মাসুম।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন করেছি, আমি অন্য সদস্যদের সাথে কথা বলে নির্বাচনের তফশিল, প্রার্থীতাসহ আগামী ১২ ফেব্রুয়ারি ডিটেইলস জানা যাবে।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর সভাপতি সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী বলেন, শিক্ষকদের বহুল প্রতীক্ষিত সমিতি গঠনের লক্ষ্যে আমরা সাধারণ সভা আয়োজন করেছি। আমাদের ডাকে সাড়া দিয়েই শিক্ষকরা একত্রিত হয়েছে। শিক্ষকদের পছন্দের ভিত্তিতে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি। আশা করি আবারও আমরা একটা সুন্দর সমিতি পাবো।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ডিসেম্বর কুবি শিক্ষক সমিতি-২০২৩ কার্যনিবার্হী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের দুই পক্ষের দ্বন্দ্বে নির্বাচন স্থগিত হয়।
প্রেরক, আবু শামা কুমিল্লা বিশ্ববিদ্যালয় 01644255956

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here