প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা সেমিনার আয়োজন

0
24

 

বিডিটাইম প্রতিবেদক

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক “বর্তমান শিক্ষা ব্যবস্থার কুফল: দায়িত্বশীল সংগঠন হিসেবে ইসলামি ছাত্রশিবিরের করণীয়” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷

৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজধানী ঢাকার শহিদ শাহ জামাল স্মৃতি মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি আলাউদ্দিন আবিরের সঞ্চালনায় এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষার প্রকৃত আলো যদি না থাকে, শিক্ষা ব্যবস্থা যদি আলোহীন হয়, তাহলে সেই শিক্ষাব্যবস্থা মানুষদেরকে দিন দিন মানসিক দাসে পরিণত করবে৷

এসময় তিনি আরো বলেন, একটি মহল খুবই সক্রিয় এবং চতুরতার সাথে নতুন শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমাদের ঐতিহ্যগত শিক্ষা তথা ইসলামি শিক্ষা থেকে আমাদের নতুন প্রজন্মকে দূরে ঠেলে দিচ্ছে৷

এসময় অন্যান্য বক্তারাও বর্তমান শিক্ষাব্যবস্থার কুফল তুলে ধরে এর যৌক্তিক সমালোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here