খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

0
74

খুবি প্রতিনিধি:

আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতাধীন নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড.মাহমুদ হোসেন।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরি, রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড.শেখ সিরাজুল হাকিম,অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান,প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে দোয়া পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

উদ্বোধন প্রাক্কালে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য। এ সময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) শেখ মো.সাইক আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো.আল মামুন জনি।

উল্লেখ্য গত ০১ নভেম্বর (মঙ্গলবার) নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছিল এবং এর নির্মাণ চুক্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৭৭ লাখ ৪৬ হাজার টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here