Top 5 This Week

পরীক্ষায় অসদুপায়ের দায়ে নোবিপ্রবির ৪ শিক্ষার্থী বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি,

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

বুধবার( ২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসিম উদ্দিনের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়,

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তি আরও  জানা যায়, এমআইএস স্নাতকোত্তরের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে সংশ্লিষ্ট সেমিস্টারের সকল পরীক্ষা বাতিল সহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে, মাইক্রোবায়োলজি বিভাগের স্নাতকোত্তরের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রকে সেমিস্টারের সকল পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও কোর্সের পরীক্ষায় একে অপরের উত্তরপত্রে লেখে দেওয়ার অভিযোগে বাংলা বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে সেমিস্টারের সকল পরীক্ষা বাতিলসহ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles

en_USEnglish